বিদ্যালয়টি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন ১নং বেলাইচন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেলাইচন্ডী মৌজায় ২০০৪ সালে ইঞ্জিনিয়ার মোঃ গোলাম মোস্তফা তার নিজের ও মা এবং ভাইয়ের দান করা সম্পত্তির উপর আত্মীয় স্বজনের আর্থিক সহযোগীতায় প্রতিষ্ঠা করেন। সকলের সমবেত প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয় বলে অত্র প্রতিষ্ঠানের নামের প্রথম অংশ “মৈত্রী...... ” (Maitry............) নামকরণ করা হয়। পর্যায়ক্রমে শিক্ষার স্তর পরিবতর্নের সাথে সাথে নামের মাঝের অংশ ও অংশ বিশেষ শেষে যুক্ত হয়। বিদ্যালয়টি ২০০৮ সালে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরসিংখ্যান ব্যুরো (ব্যানবইেস) কতৃক (Educational Institute Identification Number) EIIN-133679 ও ২০১০ সালে GPS Code: 061 , GPS Reading N-25:37:18 এবং E-88:50:18 প্রাপ্ত হয়। প্রতিষ্ঠানটি বাঙ্গালী জাতির মহাক্রান্তি লগ্ন ১৯৭১ এর অকুতভয় নির্ভিক তরুণ বাংলাদেশ জাতীয় সংসদ আসন নং-১০ তথা দিনাজপুর-৫ এর উন্নয়নের রুপকার লাগাতার সংসদ সদস্য ও সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি.মহোদয়ের সহযোগীতায় ২০১৫ সালে নিম্ম মাধ্যমিক পর্যায়ে, ২০১৮ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি , ২০২০ সালে নিম্ম মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি ও ২০২২ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্তি এবং ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি প্রাপ্ত হয়।প্রতিষ্ঠানটিতে শিক্ষানুরাগী পার্বতীপুর উপজেলা পরষিদ এর চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক সাহেবের ভুমিকা অনস্বীকার্য। অত্র প্রতিষ্ঠানের অংশী জনের পরামর্শ ও সহযোগিতায় মনোরম পরিবেশেে বিদ্যালয়টিতে মানসম্মত শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে।